খেলাধুলার ব্যাপারে পোস্ট করায় সবাই কনসার্ন দেখছি। এটা যেহেতু একটা থ্রেড, এখানে কিন্তু কোনো কিছুই অফ টপিক নয়। এখানে আলোচ্য যেকোনো ব্যাপারে ডিসকাশন হতে পারে। তবে যেহেতু এটা ক্রিপ্টো ফোরাম, এখানে ক্রিপ্টো নিয়েই থাকা ভালো। তার মানে কিন্তু এই নয় যে কেউ খেলাধুলা নিয়ে পোস্ট করতে পারবে না। বাংলাদেশের যদি আলাদা সাব বোর্ড থাকতপ, সেখানে কিন্তু গ্যাম্বলিং এর আলাদা যায়গা থাকতো, যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরে সীমাবদ্ধ, আর আমি চাচ্ছি আমার লোকাল দের নিজের ভাষায় আলোচনা করতে, এখন আমি কোথায় পোস্ট করবো? সুতরাং এভাবে কাউকে নিষেধ না করাই ভালো মনে করি।
আমাদের উচিত এখানে গুরুত্বপূর্ণভাবে পোস্ট করা এবং আমাদের বাংলা লোকাল বোর্ডকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।
মেরিট এবিউজ করে বাংলা থ্রেড কে উড়িয়ে দিলেও খারাপ হয় না। আপনি যে একটা মেরিট পেয়েছেন, আর যে একাউন্ট থেকে পেয়েছেন, যে পোস্ট এ পেয়েছেন, মনে করবেন না দুনিয়ায় কেউ কিছুই বুঝে না। আগে নিজেকে ঠিক করেন। ঘরে মোম বাতি জালিয়ে তারপর আমরা মসজিদের চিন্তা করবো।