Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 06/10/2023, 16:45:54 UTC
আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে  কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।

আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।

আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে । আর এভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে , ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
এই বিটকয়েন ফোরামে আগমন করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে অবশ্যই আপনি এগিয়ে যাবেন এই প্রত্যাশা সবসময়ই করি। এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সব সময় ভালো পথ অনুসরণ করতে হবে। আপনার নিজের পথ নিজেকেই অনুসরণ করতে হবে তবে এখানে আপনি সমস্যায় পরলে অবশ্যই সাহায্য চাইবেন ইনশাল্লাহ আশা করি সাহায্য সকলেই করবে। তবে সাহায্য তো অবশ্যই ভালো কিছুর জন্য হতে হবে খারাপ কিছু করে সাহায্য চাইলে আপনি সাহায্য নাও পেতে পারেন। যেমন স্ক্যামিং, স্পামিং, ইত্যাদ করা যাবে না। সব সময়ই ভালো মানের ইনফরমেটিভ পোস্ট করবেন তাতে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন।