আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।
আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।
আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে । আর এভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে , ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
আপনাকে এখানে স্বাগতম জানাচ্ছি। বাংলা থ্রেড নিয়ে অবশ্যই আমাদের সবারই গর্ববোধ করা উচিত কারণ আমরা এখানে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি এবং যা জানতে চাই সেটা নিজের মনের ভাষা দিয়ে অন্যের কাছে বলতে পারি। এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট এজন্য বলছি কারণ আমাদের মাতৃভাষার মাধ্যমে আমরা ক্রিপ্টো কারেন্সি বিষয়ক সকল কিছুর প্রশ্ন করতে পারছি এবং তার উত্তর জানতে পারছি। আমরা আশা করি অবশ্যই বাংলা থ্রেড ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে
ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
এবং আমরা নিজস্ব একটা বোর্ড পাব এটা আমরা আশা ব্যক্ত করতে পারি।