ক্রিপ্টো বাজারে Altcoins এর দাম বৃদ্ধি
সোর্স আপনার পোস্টটি অনেক হেল্পফুল । আমি এটি পড়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের ক্রিপ্টো মার্কেটের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম । কিন্তু একটি বিষয় নিয়ে বলতে চাই ,এটা হচ্ছে binance এর ইংরেজি একটি পোষ্ট যা আপনি সম্পুর্ণ কপি করে ইংরেজি থেকে বাংলা তে অনুবাদ করে করে পোস্ট করেছেন। আমার ধারণা অনুযায়ী এটা চুরি যদিও (সোর্স) লিংক আছে। আমি মনে করি যদি গুগল বা অন্য কোথাও থেকে পোস্ট নেওয়া হয় সেটা quote কোড দ্বারা অন্তর্ভুক্ত করতে হবে । এবং সেই পোস্ট অনুযায়ী প্রশ্ন করতে হবে অথবা নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে ।
আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।