আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
আমি আসলে তাদেরকে দোষ দিতে চাই না দোষটা আসলে আমার মানে আমাদের বিগত কয়েকদিন যাবত লোকাল থ্রেডে পোস্টই করা হয় নাই এইসবের কারণে। পোস্ট দেখে জাস্ট পড়ে যাওয়াটা কে ভালো মনে করছি। নিজেকে দোষী মনে হইতেছে কারণ নিজেই ভাল কোন কিছু শেয়ার করতে পারি নাই এখানে।

আসলে এই সব পোস্ট যে করা যাবে না এমনটা বলতেছি না, কারণ আমাদের বাংলাদেশের যদি লোকাল বোর্ড থাকতো তাহলে হয়তো এগুলোর জন্য আলাদা আলাদা বোর্ডই থাকতো।
যাইহোক আপনাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে ভাই করেন কিন্তু মাঝেমধ্যে বিটকয়েনটক ফোরাম বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলাপ-আলোচনা করিয়েন।

এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
ধুর মিয়া আপনি খালি আসল জায়গায় হাত দেন।
