Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 08/10/2023, 02:17:59 UTC
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।

Quote
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।