Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
mobileinfocombd
on 08/10/2023, 08:01:37 UTC
হে আল্লাহ, প্রচন্ড গরমকে উপেক্ষা করে একমাত্র তোমার রাজি খুশির জন্য আমরা যারা রোজা রাখি আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। এই প্রচন্ড গরমের মধ্যে আমরা চাইলে রোজা না রেখে দিনের বেলায় পেট ভরে খাদ্য গ্রহণ করতে পারতাম। প্রচন্ড পিপাসায় পানি পান করতে পারতাম। কিন্তু আমরা সেগুলো না করে একমাত্র তোমার রাজি খুশির জন্য তোমার হুকুম পালন করার জন্য আমরা রোজা রাখি।তোমার হুকুম পালন করার জন্য পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল এবাদাতগুলো কবুল করে নাও এবং রমজানের সকল হক পালন করার তৌফিক দাও। হে আল্লাহ এ রমজানে তুমি যাদেরকে ক্ষমা করবে সেই দলে আমাদেরকে শামিল করে নিও। আমিন আমিন আমিন।
ha vai allah kobul koruk. ami akhane amar website ke poricoy koranor jonno assi. ou can check more details Specifications for <a href="https://www.mobileinfo.com.bd">Mobile phone price in Bangladesh</a>