দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
আমি ফোরামের আনাচে কানাচে হওয়া অনেক পুরাতন ঘটনা জানি, এর কারণ হচ্ছে আমি অনেক পড়েছি। যদিও এখন খুব বেশি পড়া হয় না। এই কথা এইখানে বলার উদ্দেশ্য হল নতুন হলেও অনেকেই জানতে পারে যদি তারা যথেষ্ট স্টাডি করে। তবে, এইখানে আমি আপনার সাথে অনেকটা একমত যে অনেকেই আসলে এবিউজ করে যেটা আমরা গত কনটেস্টেও কিছুটা বুঝতে পেরেছি।
ভাই এখানে সত্যি কথা বলতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের পুরো ফোরামটা পরিচালনা করে, আর এটা মনে করার অনেকগুলা কারণও আছে, আমার মনে হয় একটা পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে কিছু কিছু অঞ্চল বা কিছু কিছু পরিবার আছে যাদের সবারই প্রত্যেকের নামে একটা করে একাউন্ট আছে যদিও নাম গুলো ফেক বা অরজিনাল নাও হতে পারে, তবে এটা আছে, আর যদি Bounty সেকশনে যান তাহলে তো বাংলাদেশী ছাড়া অন্য কাউকে খুঁজেই পাবেন না খুব মুশকিল বাংলাদেশের ছাড়া অন্য কাউকে খুঁজে বের করা.
এবার আসে আসল কথায়, অনেকে আছেন অনেক অল্প সময়ে অনেক বেশি পড়াশোনা করতে পারেন এবং যাদের ধৈর্য একটু বেশি তারা অল্প সময়ে অনেক কিছু জানতে পারে, তবে যদি একাউন্ট একেবারে নতুন হয় এবং অল্প কয়েকদিন আগে জয়েন করেছে তাহলে গভীরভাবে জানা সম্ভব না, তবে আপনার সাথেও একমত যে যদি অতিরিক্ত পড়াশোনা করতে থাকে বা সহযোগী কাউকে পেয়ে থাকে তাহলে অতি দ্রুত অনেক কিছু জানা সম্ভব।