Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 09/10/2023, 10:11:19 UTC
আজকাল দেখা যাচ্ছে মেরিট পাবার আশায় অন্য থ্রেড এর পোষ্ট কপি করে অনুবাদ করে এই থ্রেড এ পোষ্ট করছেন অনেকেই।
কেন ভাই অন্যের জিনিস কপি করতে হবে কেনো। এতে থ্রেড এর মান বাড়ার থেকে কমে যাচ্ছে। আমরা কেনো কাউকে কপি করবো আমাদের তা অন্য কেউ কপি করবে।
পারলে নিজের রিচার্স থেকে কিছু লিখুন না হলে অন্যের পোষ্ট কপি অনুবাদ বন্ধ করুন।

ধন্যবাদ।

কপি করলে কোনো সমস্যা নাই। যদি দরকারি কিছু হয় তবে অবশ্যই কপি করে অনুবাদ করতে পারবে। কিন্তু সমস্যা হয় যখন উল্টাপাল্টা ভাবে নিয়ম ভেঙে কপি করে।

১. প্রথমেই সোর্স দিতে হবে, পিলগারিসম করলে ডাইরেক্ট ব্যান।
২. অনুবাদ করলে করতে পারেন, বাট ঠিকমতো অনুবাদ করতে হবে।
৩. মানসম্মত পোস্ট হতে হবে। যা মনে চাইবে লিখবেন তা হবেনা।
৪. কোনো রকম Google Translate ব্যবহার করে অনুবাদ করতে পারবেন না। না মানে না!! হ্যা চাইলে অর্থ চেক করতে ব্যবহার করতে পারেন। বাট পরে সেটা নিজের ভাষায় লিখতে হবে।
৫. কারো লেখা অনুবাদ করলে অবশ্যই চেষ্টা করবেন তার থেকে আগে অনুমতি নেয়ার। আমার যারা আমি বা Learn Bitcoin ভাই অনুবাদ করে থাকি তারা সবসময় OP থেকে পারমিশন নিয়ে তারপর কাজ করি। আর পোস্ট করার ক্ষেত্রে তারা যদি মনে করে ঠিক আছে সব, সেক্ষেত্রে অনুমতি দিলে পোস্ট করি।

আবারো বলতেছি, আপনারা যদি মনে করেন আজাইরা অনুবাদ করে শত শত মেরিট কামাবেন তাহলে আপনার জন্য শুভকামনা। নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। মেরিট তো পাবেন না উল্টা ট্যাগ খাবেন। কারণ আপনি যদি সিরিয়াস মাইন্ডে অনুবাদ না করেন, তাহলে সেটা অরিজিনাল পোস্টকে হেয়/অপমান করা হয়। আর এটা তিনি হালকা ভাবে নিবে না।