আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না। আমরা শুধু চেক করি অই লোক টা মেরিট পেলো কোন পোস্ট থেকে? কিভাবে পেলো? কি করে পেলো? এই ফলো করার রেজাল্ট অনেক ভয়াবহ। একজন একটা কাজ করে মেরিট পেয়েছে বলে যে আপনি করলে আপনি পাবেন, ব্যাপার টা সেরকম না। প্রায় অনেকদিন আগে একটা থ্রেড দেখলাম পোস্ট করলেই সেই থ্রেড এর ক্রিয়েটর ১০ টা করে মেরিট দিচ্ছে। তো বাংলাদেশের অনেক মানুষ সেখানে পোস্ট করেছে এবং অনেকে মেরিট ও পেয়েছে। কয়েক সপ্তাহ আগে দেখলাম সেটা নিয়ে গ্লোবালে থ্রেড ওপেন করে একজন বলছে যে এই একাউন্ট গুলো এক জনের। নইলে সবাই মিলে এই থ্রেড এ পোস্ট করলো কেনো আর সবাইকে থ্রেড ক্রিয়েটর মেরিট দিলো কেনো? সব সময় ফলো করা ভালো রেজাল্ট নিয়ে আসে না। মাঝে মাঝে খারাপ রেজাল্ট ও নিয়ে আসে। সুতরাং, মেরিট দেখলেই ঝাপিয়ে পড়ার দরকার নাই।