আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
খেলাধুলা নিয়ে সবসময় পোস্ট করা হয় না, বিশ্বকাপ সামনে রেখে শাকিব আল হাসান এবং তামিম ইকবালকে কেন্দ্র করে বড় ধরনের ইস্যু তৈরি হয়েছিল যার কারণেই সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল সেটা নিয়েই হয়তো কয়েকটা পোস্ট করা হয়েছে।
অন্যরা কে কি করলো সে বিষয় না দেখে আমরা কি করলাম সেটা দেখতে হবে। আপনি কেন অন্যজনের উপর ভরসা করবেন, আপনি নিজেই একটি ইনফরমেটিভ পোস্ট তৈরি করুন যাতে আপনার পোস্ট কেন্দ্র করে সকলেই ভাল কমেন্ট করতে পারে।
সত্যি বলতে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার পূর্বে সকলেই অনেক বেশি পরিমাণ পোস্ট করে এই ফোরামে কিন্তু যখনই তারা কোন সিগনেচার ক্যাম্পেইনে একসেপটেড হয় তখনই তাদের বাংলা বোর্ডে খুঁজে পাওয়া যায় না। অনেক সদস্যই আছে যাদের পোস্ট বিবেচনা করলে দেখা যাবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার আগের তুলনায় সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পরে তাদের পোস্টের সংখ্যা খুবই কম।
গ্লোবাল সেকশনে পোস্ট করার পাশাপাশি অবশ্যই আমাদের লোকাল বোর্ডে সকল সদস্যের নিয়মিত একটিভ থাকতে হবে তবেই আমাদের এই সেকশন আবারও আলোচনা করার মত ভালো একটি জায়গা হবে।