Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 09/10/2023, 17:09:42 UTC
⭐ Merited by Crypto Library (1)
একটা বাস্তবিক কথা বলতে চাই এখানে যে অনুবাদের বিষয়বস্তু তুলে ধরা হয় একজন সৎ সাহস রেখে বলতে পারবেন না পুরোটা পড়েছেন এবং ওই অনুবাদ পড়ে কোন কিছু শিখেছেন।
কিছু মনে করবেন না। আপনাকে ভুল প্রমাণ করে আমি বলতে চাই যে আমি লার্ন বিটকয়েন (ভাই আপনার একটা সংক্ষিপ্ত নাম দরকার যেটা বাংলায় ব্যবহার করা যায়  Grin) ভাইয়ের বেশ কিছু টপিক পড়েছি। পিজিপি নিয়ে আর্টিকেল কিংবা রস নিয়ে আর্টিকেল এইসব। কোন আর্টিকেল যদি আমার আগ্রহের টপিক হয় আমি পড়া শুরু করি। যদি বাজে অনুবাদ হয় পড়ার আগ্রহ থাকে না। অন্যথায় পড়া হয়। তবে হ্যা, বেশিরভাগই পড়া হয় না। আর পরে কিছু না কিছু তো অবশ্যই শিখেছি।