আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

Halloween হ্যালোউইন ডে কি? এই বিষয়টি আমি লক্ষ্য করার পর জানার চেষ্টা করি। আমি গুগলে অনুসন্ধান করি অবশেষে জানতে পেরেছি। জানি না এই বিষয়ে এখানে আগে আলোচনা হয়েছে কিনা? আমি ভাবলাম আমাদের এখানে এই হ্যালোউইন ডে নিয়ে আলোচনা হলো, আবার নাকী এই হ্যালোউইন ডে উপলক্ষে আমাদের বিটকয়েন টক ফরমে কুমড়া কনটেস্ট দেওয়া হয়। আমাদের এখানে কি সকলেই হ্যালোউইন ডে কী জানেন? হ্যালোউইন শব্দটির উৎপত্তি হয় ১৯৭৫ সালে খ্রিস্টান ধর্ম থেকে। হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব, যা ৩১ অক্টোবর পালন করা হয়ে থাকে। যেভাবে উদযাপন করে থাকে ট্রিক-অর-ট্রিটিং, পরিচ্ছদ ভোজসভা, জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি, অগ্ন্যুৎসব প্রজ্বলন, ভবিষ্যৎ কথন, আ্যপ্ল ববিং, ভুতুড়ে বাড়িতে ভ্রমণ ইত্যাদি। এই হ্যালোউইন ডে পালিত হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, পুয়ের্তো রিকো, এবং যুক্তরাজ্য। এছাড়া এশিয়ার জাপানে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয়। আমি অনুসন্ধান করে দেখেছি কুমড়া কনটেস্ট এ জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি করা হয়। জ্যাক-ও'-ল্যান্টার্ন হলো কুমড়ো খোদাই করে আর্ট করে, ভিতরে বাতী দেওয়া কে বোঝানো হয়। যাইহোক এই হ্যালোউইন ডে, কুমড়া কনটেস্ট আমাদের লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই বছর আসবে কিনা জানি না।
যদিও আসে এই উৎসবটি যেহেতু খ্রিস্টানদের এখন আমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কনটেস্টে অংশগ্রহণের করি তাহলে কি কোন ইসলামের বিরোধী কোন কাজ করা হবে বা মুসলমান হয়ে কি আদের কনটেস্টে অংশগ্রহণের করা উচিত? আমি গুগল থেলে অনুসন্ধান করে হ্যালোউইন উইকিপিডিয়া থেকে তথ্যে পেয়েছি, আপনারা জানতে এখানে ক্লিক করুন। /b]