ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
যদি সেন্ট্রালাইজড এক্সচেন্জ এ একাউন্ট থাকে, তাহলে সেখানে সেল করতে পারেন। আর যদি না থাকে, তবে আমি রিকোমেন্ড করবো আর একাউনট না করার জন্য। Agoradesk এ রেট কম এটা সত্য, তবে কোনো প্রকার ব্যাক্তিগত তথ্য সেখানে শেয়ার করতে হবে না। আপনি সেল করার জন্য আরো কিছু বাংলাদেশি লোকাল এক্সচেন্জ ব্যাবহার করতে পারেন। তবে সেগুলোতেও রেট কম পাবেন। এখন আপনি যদি প্রাইভেসি নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে একটু কম রেট এই সেল করতে পারেন। আবার লিটল মাউস ভাইয়ের কাছেও সেল করতে পারেন। ওনার কাছ থেকে রেট জেনে নিতে পারেন। অনেক সময় আমিও কিনে থাকি। কিন্তু আমি সব সময় কিনি না। আর আমার কাছেও রেট তেমন ভালো পাবেন না। কারন দিন শেষে আমি অন্য কারো কাছে সেল করবো ১০ টাকা প্রফিট করার জন্য।