Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 11/10/2023, 00:37:51 UTC
ভাই প্রাইভেসি নিয়ে কোথায় যাব ভাই, p2p  বা ব্যাংকে লেনদেন করা মানেই  ঝামেলা  যতদিন না পর্যন্ত ক্রিপ্ত কারেন্সি বৈধতা হয়।  কারণ ব্যাংক ট্রান্সফারিং এর সময়  আমার আপনার  ব্যাংকের  তথ্য অপরপক্ষের নিকট তো নিকট চলে যাচ্ছেই, কারণ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া টাকা ট্রান্সফার হবে কিভাবে  
আর তথ্য যাওয়া মানেই শেষ, ধরেন আমার নিকটে আপনি  ইউএসডিটি সেল করলেন  আমাকে একদিন পুলিশে ধরল আর তারা তো চেক করবেই আমার এই অ্যাকাউন্ট থেকে কোন কোন একাউন্টে ট্রান্সফার হয়েছে।  সব সময় এই ভয়ে চলি যে, কখন র‍্যাব এসে বলে  নাট*কির পোলা দরজা খোল ,
যদিও আমার মতন চনুপটিদের নিয়ে  তাদের কতটুকু  কার্যক্রম চলমান রয়েছে জানিনা।
তবে এভাবেই চলছে ভয়ে ভয়ে জীবন, চলতে থাকবে যতদিন না পর্যন্ত হয় ক্রিপ্টোকারেন্সি অবৈধ বারণ।
P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।
আমরা যারা ফেসবুকে বা কোন মেসেঞ্জারে অপরিচিত কারো সাথে সরাসরি লেনদেন করি সেক্ষেত্র আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত কেননা এক্ষেত্রে অনেক আইনের লোকেরা ছদ্মবেশে ডলার লেনদেন কারিদের তথ্য নিয়ে নিশ্চিত হয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।।
তাই যারা এলাকাভিত্তিক ডলার কেনাবেচার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে নিরাপত্তা একটু বেশি। তারা যদিও রেট একটু কম দেয় তবু তাদের সাথে লেনদেন করলে আইনগত ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে। তারা আপনার প্রাইভেসি রক্ষা করে চলার চেষ্টা করবে এবং আপনাকে কিভাবে সেভ করা যায় সে বিষয়ে সে অনুমতি থাকবে এটাই আর কি।