ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
পি টু পি লেনদেন সিস্টেম চালু হওয়াতে মানুষ এখন থার্ড পার্টি লেনদেন মোটেও পছন্দ করে না। যেহেতু মুহূর্তের মধ্যে পি টু পি লেনদেন সম্পূর্ণ করা যায় তাই এই লেনদেন ব্যবস্থা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কিছুসংখ্যক এক্সচেঞ্জ আপনাকে পি টু পি লেনদেনের সুবিধা দিবে। আমার জানামতে বাইনান্স এবং কু-কয়েন সাধারণত এই লেনদেনের সুবিধা দিয়ে থাকে। আপনার যদি এই দুটি এক্সচেঞ্জ এর মধ্যে যেকোনো একটি এক্সচেঞ্জ থাকে তাহলে আপনি সহজেই পি টু পি লেনদেন করতে পারেন তার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে এই এক্সচেঞ্জগুলোতে।
প্রথমেই এই এক্সচেঞ্জগুলোতে কিছু স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে যাবে এবং আপনাকে সেই নিরাপত্তা সফলভাবে সম্পন্ন করতে হবে। এই ভেরিফিকেশনগুলো সম্পূর্ণ করার পর আপনি আপনার নগদ একাউন্ট অথবা বিকাশ একাউন্ট পি টু পি লেনদেন মাধ্যমে যুক্ত করে পি টু পি অপশনে গিয়ে সেল অপশন বেছে নিবেন তারপর আপনার যে কারেন্সি বিক্রয় করার প্রয়োজন সেই কারেন্সি নির্দিষ্ট একটি বাই অর্ডারে বিক্রি করে দিবেন, নির্দিষ্ট বাই অর্ডারে বিক্রয় করার পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন যে যে সমস্ত ইউজার ৫০০ প্লাস লেনদেন করেছে এবং যাদের লেনদেন পারসেন্টেন্স ৯৯%
থেকে ১০০% তাদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন। টাকা আপনার একাউন্টে আসলে তারপর আপনি যত দ্রুত সম্ভব আপনার অর্ডার রিলিজ করে দিবেন।