আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।
আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
@Shishir99 ভাই, সর্বোচ্চ মেরিট সংগ্রহকারির তালিকায় প্রথম স্থান অধিকার করে আছেন। এই লিস্টে আরো কিছু পোস্ট আছে যেগুলা কিছু মেরিট ডিজার্ব করে। এই তালিকা যারা স্থান পেয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা ভালো ভালো পোস্ট করে বাংলাদেশ লোকাল থ্রেডটিকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলবেন। সবার প্রতি শুভকামনা। জয় হোক বাংলাদেশ লোকাল থ্রেডের।
অবশ্যই এভাবে আমাদের পোস্টগুলো প্রতিমাসে সাজালে আমাদের অনেক উপকার হবে। আমরা সবাই খুব সহজেই উপকারী পোস্টগুলো দেখতে পারবো পড়তে পারবো। এজন্য আমাদের বারবার থ্রেডে এসে জিজ্ঞাসা করতে হবে না। তাছাড়া @BitcoinDream ভাই যদি একটিভ হয় তাহলে তার প্রথম পোস্টে এই পোস্টের লিংকগুলো যোগ করে দিল দারুন হতো। অবশ্যই OP কে প্রতিমাসের ভালো ভালো পোস্টগুলো প্রথম পোস্টে লিঙ্ক আকারে যোগ করার জন্য আহ্বান করা যেতে পারে। তাছাড়া আমাদের এখানে অনেক সিনিয়র পারসন আছে তাদের অনেক মতবাদ ও পরামর্শ থাকতে পারে। তাদের মতবিনিময় অবশ্যই এখানে হবে। পরিশেষে আমি @roksana.hee ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক কষ্ট করে তুলে ধরার জন্য। অনেকই হয়তো অনেক চিন্তাভাবনা করে রেখেছিল কিন্তু তাদের সবার ধারনার মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । আবারো ধন্যবাদ।