ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপট্রেড করা শেষ হলে অবশ্যই আপনি Main Wallet এসে P2P এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী স্টেপে চলে যাবে এবং সেখানে আপনি বিকাশ অথবা নগদ একাউন্ট পছন্দ করে বেছে নিতে পারেন।
তৃতীয় ধাপযেকোনো ব্যক্তির একাউন্টে আপনি ডলার বিক্রি করতে পারবেন কিন্তু
অবশ্যই আপনি
Sell অপশনে গিয়ে ক্লিক করবেন।
যেহেতু আমি ডলার বিক্রি করছি না এই কারণে লাল চিহ্ন এসেছে। তাই অবশ্যই আপনি এইভাবে বিক্রি করতে পারবেন।

এবং পরবর্তীতে আরেকটি অপশন চলে আসবে সেটি আপনি নিজেই করতে পারবেন এবং মেসেজ দিতে হবে অথবা (মেসেজ না দিলেও চলবে)। এবং আপনি নির্ভয় এটি ট্রাই করতে পারেন আমি অবশ্যই আশাবাদী আপনি এভাবে সাকসেসফুল হতে।