ভাই যাদের প্রাইভেসি নিয়ে এতই ভয় তাহলে এই প্লাটফর্ম গুলাতে এবং ক্রিপ্টো জগৎ এ আশা টা তাদের উচিত হয়নি। আর ভাই আমরা এখানে সঠিক ভাবেই কাজ করে যাচ্ছি আমরা কারো মূলধন চুরি করছি না বা কারো ক্ষতিও করছি না। একটা জিনিস ভাবুন এই পি২পি আশাতে আপনাকে ডলার বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারোর দূর্নীতির শিখার হতে হচ্ছে না। চাইলে নিজের ইচ্ছা মত যখন খুশি তখন বায় সেল করতে পারতেছেন তাও আবার ভালো দাম এ। আর আপনি যদি নিজের প্রাইভেসি গোপন রেখে ৩য় পক্ষের মাধ্যমে বিক্রি করতে যান তাহলে ন্যায্য দাম পাবেন না। সে ক্ষেত্রে আপনাকে কিছু পরিমান লস দিতেই হবে।
ভাই তো দারুন একটা কথা বললেন প্রাইভেসি নিয়ে ভয় থাকলে এই প্ল্যাটফর্ম বা ক্রিপটোজগৎ এ আসা উচিত হয়নি। কিন্তু আমি তো জানতাম এই জগৎটাই মানে বিটকয়েন তৈরি হয়েছে প্রাইভেসি রক্ষার জন্য। যেহেতু প্রাইভেসি রক্ষার জন্য এই সকল কর্মকান্ড তাই অবশ্যই সেখানে প্রাইভেসি নিয়ে ভয় রয়েছে ভয় থাকার কারণেই এই ক্রিপ্টো জগৎটা সৃষ্টি। জানিনা ভাই আপনি কি কাজ , তবে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ তাই এর সাথে আমরা যারা জড়িত রয়েছে তারা সবাই বাংলাদেশের সরকারের নিকটে অবৈধ কার্যক্রম করতেছি এখানে আমাদের কথার কোন দাম নেই ভাই।
আর আমি মনে করি কখনোই ফুল প্রাইভেসি রক্ষা করে ক্রিপ্টো কারেন্সি থেকে ফিয়াট কারেন্সি তে রূপান্তরিত করা সম্ভব না। আসলে এখানে আমরা এখানে কারো মূলধন চুরি করছি না এটা সঠিক এখানে জাস্ট ক্রিপ্ত কারেন্সি টাই।
তবে p2p যেমন একটা সুবিধা তেমন অসুবিধাও আছে এখানে অনেক সময় DB, CID চেক করে আবার মাঝে মাঝে তারাও অর্ডার ক্রিয়েট করে রাখে বড় বড় ক্রিপ্টো ইউজারদের ধরার জন্য তাই এখানে ক্রয় বিক্রয়ে সতর্ক থাকবেন আর যার ৩০ দিনে সফল ট্রেড নূর্নতম ১০০+ তাদের সাথে লেনদেন করবেন ডলার প্রতি কিছু পয়সা কম পাইকেও। এটা আপনাকে সেফটি দেবে
এই জিনিসটাই আসলে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম বারবার, এর আগেও কয়েকবার করেছি। কেননা মাঝখানে এমন হয়েছিল যে অনেক মানুষজনকে এইভাবেও ধরপাকড় করা হচ্ছিল, আপনি যদিও কোন ইস্ক্যামের সাথে জড়িত না থাকেন তারপরেও এখানে হ্যারেজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছেই কারণ বর্তমানে এই সব বিষয় নিয়ে বারবার সতর্কবার্তা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। গত কিছুদিন আগেও আমার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছিল এই রিলেটেড অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধের জন্য।