ভাই যাদের প্রাইভেসি নিয়ে এতই ভয় তাহলে এই প্লাটফর্ম গুলাতে এবং ক্রিপ্টো জগৎ এ আশা টা তাদের উচিত হয়নি। আর ভাই আমরা এখানে সঠিক ভাবেই কাজ করে যাচ্ছি আমরা কারো মূলধন চুরি করছি না বা কারো ক্ষতিও করছি না। একটা জিনিস ভাবুন এই পি২পি আশাতে আপনাকে ডলার বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারোর দূর্নীতির শিখার হতে হচ্ছে না। চাইলে নিজের ইচ্ছা মত যখন খুশি তখন বায় সেল করতে পারতেছেন তাও আবার ভালো দাম এ। আর আপনি যদি নিজের প্রাইভেসি গোপন রেখে ৩য় পক্ষের মাধ্যমে বিক্রি করতে যান তাহলে ন্যায্য দাম পাবেন না। সে ক্ষেত্রে আপনাকে কিছু পরিমান লস দিতেই হবে।
আমি একটা পোস্ট ট্রান্সলেট করেছিলাম, সেটার নাম ছিলো ১২ বছর পরেও মানুষ জানে না বিটকয়েন কেনো ভালো এবং কিভাবে ব্যাবহার করতে হয়। ভাই, বিটকয়েন আবিষ্কার এর উদ্দেশ্য কি ছিলো সেটা কি জানেন? আমাদের ফোরামে পোস্ট করে ইনকাম করা কি ছিলো তখন? বিটকয়েন তো বানানোই হয়েছিলো যেন মানুষের প্রাইভেসি রক্ষা করা যায়। মানুষকে যেনো ৩য় পক্ষের সহায়তা নিতে না হয়। কিন্তু বাংলাদেশ এর মতো আকাইম্মা দেশে যে এটা ব্যান করে রাখবে সেটা কি সাতোশি জানতো?
প্রাইভেসি নিয়ে ভয় আছে বলেই মানুষকে বিটকয়েন আবিষ্কার করতে হয়েছে। আর আপনি বলছেন প্রাইভেসি নিয়ে ভয় থাকলে এই প্ল্যাটফর্মে আশা ঠিক হয়নি। সাতোশি আপনার কথা শুনলে আত্ম হত্যা করতো ভাই। যাই হোক, যার যেমন বুঝ, যে যেমন ভাবে নেয়। আমি কখনোই কাউকে বলবো না যে ভাই আপনি কে ওয়াই সি করে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ লেনদেন করেন।
লিনাক্স এ অভ্র দিয়ে লেখা প্রথম পোস্ট এটা। লিনাক্স কাস্টমাইজ করে ম্যাক এর ফিল নিচ্ছি।

