Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 12/10/2023, 13:26:57 UTC
গত সম্ভবত ৩-৪ দিন হবে আমার বাইনান্স একাউন্টে উপরের ওই ছোট করে লেখাগুলো উঠে থাকে ফলে বাইন্যান্স একাউন্টের P2P কোন ট্রেডিং অর্ডার আসে না। আমি বেশ কয়েকবার আমার মোবাইল অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে লগইন করলেও একই সমস্যা থেকে যায়। এটা কি আমার পার্সোনাল কোন সমস্যা কিনা বুঝতে পারছি না। যদি কারো একাউন্টে এরকম লেখা ওঠার পরেও ট্রেডিং করতে পারতেছেন তাহলে আমাকে একটু হেল্প করবেন। তাছাড়া কেউ যদি এর সমাধান জানেন তাহলেই হেল্প করলে খুবই উপকৃত হতাম। বিশেষ করে তিন-চারদিন ধরে আমি একাউন্ট থেকে কোন ডলার সেল দিতে পারছি না। তাছাড়া এই সমস্যাটি কি কোন আপডেট জনিত কারণে হচ্ছে কিনা সেটাও জানতে পারতেছি না। তাই কেউ জানলে আমাকে একটু সাহায্য করবেন।