জানি না এখানে ব্যাক্তিগত ব্যাপার গুলো শেয়ার করা ঠিক হবে কি না। আজকে আমার বিবাহের ৭ বছর পূর্ণ হয়েছে। আর বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকে পরিবার নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরে ফিরে বাড়ি ফেরার পথে একটা কালভার্টের ভাংগা অংশে বাইক পড়ে, এতে করে বাইকে ঝাকুনির তৈরী হয় এবং এতে করে আমার ওয়াইফ আমার ২ বছরের বাবু সহ বাইকের পেছন থেকে রাস্তায় পড়ে যায়। বাইক ৬০+ স্পিডে ছিলো আর অনেক টুকু যায়গা টেনে হিচরে যায়ম যার কারনে শরীরের অনেক যায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার ২ বছরের অবুঝ মেয়ে টা অনেক বেশি ব্যাথা পেয়েছে। শরীরের অনেক যায়গায় চামড়া উঠে গেছে। আমি বাইক কন্ট্রোল করতে পেরেছিলাম যার কারনে আমি বাইক থেকে পড়িনি। এখন আমার মনে হচ্ছে আমি কেনো পড়ে গেলাম না, তবুও ওরা ব্যাথা না পেতো, চোখের সামনে এরকম রক্ত মাখা শরীর আর বউ বাচ্চার কান্না কে কতো টুকু সহ্য করতে পারবে আমি জানি না। কিন্তু আমার কলিজায় কোনো ভাবেই নিতে পারছি না। নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমি আরো আস্তে বাইক চালাতে পারতাম, হয়তো তাহলে এরকম হতো না। বার বার মনে হচ্ছে এই অসুস্থতা আল্লাহ আমাকে দিয়ে ওদের ভালো রাখতো। তবে এও সত্যি যে, আমি আল্লাহ তায়া’লার ফায়সালায় আমি খুশি। আলহামদুলিল্লাহ! কারণ আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদ গুলো দূর করে দেয়। এর চেয়ে খারাপ কিছু হতে পারতো। সবার কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই।
আল্লাহ পাক আপনাকে ও আপনার বউ বাচ্চাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেছে। আমীন।
হ্যাঁ ভাই আপনার বিপদের সময় সামান্য টুকু সান্তনা দিয়ে মনকে স্থির করাটা অনেক সময় অনেক উপকারে আসে। আমরা হয়তো আপনার পাশে থাকতে পারবো না কিন্তু আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া তো করতে পারবো। অনেক সময় অনেক বড় বড় বিপদ আল্লাহতালা ছোট ছোট বিপদ দিয়ে মাফ করে দেন। এরকম ছোট ছোট বিপদ দ্বারাই আল্লাহ তাআলা আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করেছেন। একটি বার ভেবে দেখুন ভাই আল্লাহ তাআলা আপনাকে আরো বড় ধরনের বিপদ দিতে পারতো কিন্তু আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এটাই সবচেয়ে আল্লাহ শুকরিয়ার বিষয়।
আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করেছেন এজন্য আপনার সামান্য বিপদ দ্বারাই আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তবে ভাই আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ দ্বারাই পরিক্ষা করেছেন যাতে পরবর্তীতে আপনি সচেতন ও সতর্ক থাকতে পারেন।
আল্লাহ পাক আমাদের ভাবি ও মামুনি কে তাড়াতাড়ি সুস্থ করে দিন।আমীন।