হামাসের হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যাপক মানবিক ক্ষতি করছে। ক্রমবর্ধমান সংঘাত তেলের দাম বাড়ালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসতে পারে।
তেলের দাম বাড়লে অবশ্যই বিশ্বকাপ অর্থনৈতিক মন্দা আসবে এটা স্বাভাবিক। আমি সাধারণভাবে বলছি বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয় সৌদি আরবে। তবে আরও বেশ কিছু দেশ রয়েছে যারা তেল উৎপাদনে অনেকে গিয়ে। তবে তেল উৎপাদনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেরা এবং তাদের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো কিন্তু মুসলিম দেশ। হামাস এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করেছে যে ইরান হামাসের সাথে যোগ দিয়েছে এটা অবশ্য এখনো সঠিকভাবে কেউ বলতে পারেনি।আরও কিছু কারণে বাজার সতর্ক। সেটা হলো ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র হাত বাড়িয়ে দিলে ইরাক ও ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছে। যদি এই তেল উৎপাদনকারী দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা আরো বেশি বৃদ্ধি পায় তাহলে তেলের দাম আরো বৃদ্ধি পাবে।