Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: Binance Copy Trading কি?
by
cryptoWODL
on 14/10/2023, 06:39:00 UTC
⭐ Merited by Fuso.hp (1)
আমরা তো সাধারণত বিনাঞ্চ অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন টোকেন অথবা ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকি এমনকি সেখানে আমরা ফিউচার ট্রেড করতে পারি।
কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ফোনে এই কপি ট্রেডিং অপশন খুঁজে পাচ্ছি না। Copy Trading কি শুধু ডেক্সটপ এর মাধ্যমে করা যায় নাকি ফোনের মাধ্যমে করা যাবে।

ভাই এই Copy Trading ফোনের মাধ্যমে করা যাবে it's simple.
আপনার যদি বিনাঞ্চ অ্যাপ লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আপনি প্রথমে আপনার বিনাঞ্চ এক্সচেঞ্জ  অ্যাকাউন্ট এর অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবেন।
আমি আপনাকে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি প্রথমে আপনি আপনার বিনাঞ্চ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপর দেখবেন নিচের দিকে Futures লেখা আছে।


তারপর আপনি ফিউচার (Futures) লেখায় ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে উপরে ডানের কোনাতে দেখতে পারবেন কপি ট্রেডিং (Copy Trading) নামে একটি লেখা রয়েছে। ওইখানে ক্লিক করবেন।