Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nel Ghor
on 14/10/2023, 08:19:14 UTC
আলহামদুলিল্লাহ,,,
ইদানিং দেখি যে আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের অনেক নতুন সদস্য এসেছে। আশা করি সবাই আমাদের এই লোকাল বোর্ডের সকল নিয়মকানুন অনুসরণ করবেন। তাহলে একদিন আপনাদের একাউন্টের ঠিকই রেংক হবে।আপনারা যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত থাকেন তাহলে সেগুলো জানাবেন এবং কোন প্রশ্ন জানার থাকলে সে বিষয়ে প্রশ্ন করবেন।নিয়মিত একটিভ থাকবেন, তাহলে দেখবেন সবাই আপনার পাশে আছে।