ভাই আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে আমাদের বাংলাদেশ বোর্ড পেতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, আবার সবাই যদি টেকনিক্যাল পোস্ট বেশি করে তাহলে আবার দ্রুত পাবার সম্ভাবনা আছে, কিছুদিন আগে @Little Mouse ভাই বলেছিলেন বাংলাদেশে টেকনিক্যাল পোস্ট খুব কম হয়। আমার মনে হয় এটাও একটা কারন হতে পারে।
টেকনিক্যাল পোষ্ট এর জন্য টেকনিক্যাল প্রশ্ন তো করতে হবে। কেউ তো তেমন প্রশ্ন করছে না। অনেক সময় অন্যের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা নতুন কিছু শিখি। এখানে কেউ যদি প্রশ্নই না করে, তবে আন্দাজে কি পোষ্ট করবো বলেন ভাই। গত সপ্তাহে পিজিপি নিয়ে একটা বাংলা টিউটোরিয়াল লিখলাম, আমার মনে হয় না কেউ মনোযোগ দিয়ে পড়েছে। পড়লেও কেউ এই ব্যাপারে ইন্টারেষ্টেড বলে মনে হয় না। আমি কষ্ট করে পোষ্ট লেখার পর যখন দেখি কেউ কোনো উত্তর দেয় না বা অন্য কিছু জানতে চায় না, তো সে পোষ্ট করে কারো লাভ হলো কি না কিভাবে বুঝবো? চোরে না শোনে ধর্মের কাহিনী। আমি যতোই টেকনিক্যাল আলোচনা করতে যাই না কেনো, যাদের এই ব্যাপারে কোনো ইন্টারেষ্ট নেই, তারা একবার তাকিয়েও দেখবে না।