Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 15/10/2023, 08:10:04 UTC
⭐ Merited by cryptoWODL (1)
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।


কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।

আপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন

আপনি ফোরামের নিয়ম বহির্ভূত একটি ভুল করেছেন যেখানে আপনি হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছেন যা আপনার একান্তই করা উচিত হয়নি। আপনি অতি দ্রুত নিচের সোর্স লিংক