Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 15/10/2023, 10:06:36 UTC
⭐ Merited by Essential10 (1) ,Bitcoin_people (1) ,roksana.hee (1)
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিটকয়েন প্রত্যক্ষভাবে জনপ্রিয়তা না পেলেও পরোক্ষভাবে বিটকয়েন অনেক জনপ্রিয়। প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিটকয়েনের সাথে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আমিও সেরকম একটি বিটকয়েন ব্যবহারকারী হতে চলেছি তবে বুঝতে পারছি না আমার এটি করা উচিত হচ্ছে কিনা। আমার পরিবারের একজন খুব সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী সে তিন মাস যাবত মালয়েশিয়া রয়েছে এবং এই মাসের ৩ তারিখে প্রথম বেতন পাঠিয়েছে। পরিচিত একজনের মারফত মালয়েশিয়া থাকায় বেতন মোটামুটি ভালই তুলতে পেরেছে। ধার দেনা করে না যাওয়ায় পরিবারের উপর কোন চাপ নেই। সংসারের বড় ছেলে হওয়ায় উপার্জিত টাকার দায়িত্ব বা আমার উপরই নির্ভর করছে। তবে আমি বিটকয়েনের সাথে পরিচিত হওয়ায় বৈদেশিক রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমার পরিবারে শুধুমাত্র আমি বাদে সবাই বিটকয়েন এর বিপরীতে অবস্থান নিচ্ছে। তারা এই সমস্ত অদৃশ্য ও অবাস্তব কয়েনকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি নিজে তো বুঝি এই কয়েনটির ভবিষ্যত কেমন। যদিও প্রথম মাসের কিছু টাকা সরিয়ে আলাদা করে রাখছি কিন্তু বিটকয়েন কিনতে ভয় পাচ্ছি যদি ভবিষ্যতে আমার বাবা-মায়ের কথায় যদি সত্য হয় তাহলে আমার নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি প্রবাসীর রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?

তাছাড়া আমার পরিবারের সবাই ব্যাংকে গচ্ছিত টাকা রাখতে চাচ্ছে যেটা আমি মোটেই পক্ষপাত করছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো। বাংলাদেশের টাকার মান প্রতিনিয়ত যে হারে হ্রাস পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা রাখলে তা ভবিষ্যতে কমতে কমতে নিঃশেষ হয়ে যেতে পারে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে নড় বড়ে অবস্থা তাতে টাকা রাখলে সে টাকা নিজে পাব বলে বিশ্বাস হয়না।
আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা না রেখে যদি ইস্টাবল ডলার করে রাখা যায় তাতেও খারাপ হবে না। তবে একটি বিষয় জানার খুব আগ্রহ হলো আমার আশেপাশে বেশ কয়েকজন ডলার কিনে রাখছে তাতে করে বাংলা টাকার মান যে হারে হ্রাস পাচ্ছে দু'বছর পরে ১২০ টাকা রেটে কিনে রাখলে অনেক প্রফিট আসবে।

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?