আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?