Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 16/10/2023, 02:32:00 UTC
ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেন
ফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন .

বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত
ক্রিপ্টো সুবিধার যোগ করার মধ্যে প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি হলো ইভি নির্মাতা টেসলা, যারা সবচেয়ে জনপ্রিয় কয়েন বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা এনেছিল। কোম্পানির সিইও ইলন মাস্ক পরিবেশগত কারনে বন্ধ করে দেন। বিশ্বের সিংহভাগ ব্লু-চিপ কোম্পানিও বিটকয়েন সহ আরও অন্যান্য টোকেন এর মাধ্যমে লেনদেন করার সুবিধা এনেছিলো। কিন্তু নিয়ন্ত্রকদের বাধা ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে এখনো চালু করতে পারে নি।

ফেরারি হচ্ছে ইতালির স্পোর্টস কার নির্মাতা কোম্পানি। ফেরারির বাজার ও বানিজ্য গ্যালিয়েরা রয়টার্সকে বলেন, বিভিন্ন নতুন সফটওয়্যার ও নবায়নযোগ্য উৎস ব্যবহারের মাধ্যমে তাদের কার্বন নিঃসরণের প্রচেষ্টায় সহায়তা করছে ক্রিপ্টো। তাদের লক্ষ ২০৩০ সালে কার্বন নিঃসরণ শুন্যতে আনা। ফেরারি বলেছেন তাদের বেশিরভাগ গ্রাহক কিটোতে বিনিয়োগ করেছে, তাদের অনুরোধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। আরও তরুণ প্রজন্মের অনেকেই ক্রিপ্টোর মাধ্যমে তাদের ঠিক অবস্থার পরিবর্তন করেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফেরারি গাড়ি ক্রিপ্টো মাধ্যমে কেনা যাবে। তবে ক্রিপ্টোর মধ্য ইথার, বিটকয়েন, ইউ এস ডি টি মতো কয়েনের মাধ্যমে লেনদেন করা যাবে। তবে যায়গায় ভিন্নতার কারনে অন্য ব্যবস্থা নিতে পারে। যারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবে তাদের কোন অতিরিক্ত খরব প্রদান করতে হবে না। তারা সাথে সাথে ক্রিপ্টো মুদ্রাকে তাদের স্থানীয় মুদ্রায় পরিনত করবে। যার ফলে ক্রিপ্টো মুদ্রার দাম উঠানামা করলেও তাদের কোন ক্ষতি হবে না।

তথ্যটি আমি bdnews24 থেকে মুল বিষয় টুকু শেয়ার করেছি, কিছু কিছু অংশ কপি করা হয়েছে।


এখন এই ফেরারি কোম্পানি অনেক গাড়ি ক্রিপ্টোর মাধ্যমে ব্রিক্রি করতে যাচ্ছেন, তারা আবার সাথে সাথে ক্রিপ্টো মুদ্রা সেল করে দিবেন। এতে কি ক্রিপ্টো মার্কেটের কোন দাম কম বেশি হবে কিনা?