চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে।

চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।