Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 16/10/2023, 17:20:06 UTC
⭐ Merited by Little Mouse (1) ,LDL (1) ,cryptoWODL (1)
একটি মিথ্যা সংবাদ এর উপর ভিত্তি করে বিটকয়েনের দাম 27900 থেকে 30000 ডলারে পৌঁছে গিয়েছিল। মূলত মিথ্যা সংবাদ এর উপর ভিত্তি করে এরকম দামের উঠা নামা হয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে একটি মিথ্যা সংবাদ ছাপিয়ে ছিল যেখানে বলা হয়েছিল SEC Spot bitcoin ETF অনুমোদন দিয়েছে। এই খবরটি ছাপার পরেই বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মানুষ হাই মার্কেটের জন্য ফিউচার ট্রেডিং করেছিল এবং অনেকেই বাজি ধরেছিল যেখানে মিথ্যা সংবাদ ছাপানোর পরই ১০০ মিলিয়ন ডলার লিকুইডসন হয়।
এই মিথ্যা সংবাদটি টুইটার থেকে ৪৫ মিনিট পর ডিলিট করে দেওয়া হয় তখন বিটকয়েনের দাম ৩০০০০ থেকে পুনরায় ২৮ হাজার ডলারে নেমে আসে। এখানে ফিউচার ট্রেডিঃ যারা করেছিল বড় ধরনের লিকুইডেশনের সম্মুখীন হয়।
81 মিলিয়ন Short
31 মিলিয়ন লং Long
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিটকয়েন ইটিএফ এপ্রুভ করে নাই অথচ মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে মার্কেটে কত বড় লিকুয়েন্টেশন খেলো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পট বিটকয়েন ইটিএফ এখন পর্যন্ত আন্ডার রিভিউয়ের অপেক্ষায় রয়েছে।