অফ টপিকএটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।