ফিউচার ট্রেড কি? এটা আমি কিভাবে করতে পারি? অভিজ্ঞদের পরামর্শ কামনা করছি.
আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন। যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
এইখানে ক্লিক করুন