এই ফোরামে এটাই আমার প্রথম পোস্ট আমি একাউন্ট করেছি কয়েকদিন আগে। কিছু কিছু পোস্ট পড়েছি এবং কিছু শিখেছি সম্পূর্ণ শিখতে পারিনি। আমি এখানে নতুন হলেও আমি অনেক আগে থেকে বাউন্টি করতাম। বাউন্টি করার অভিজ্ঞতা আছে কিন্তু এখানে লেখালেখি করার বা পোস্ট করার তেমন কোন অভিজ্ঞতা নেই।
আমি আশা করব ভবিষ্যতে যদি আমার দ্বারা কোন ভুল হয় তাহলে সিনিয়ররা শুধরে দেবেন এবং দিকনির্দেশনা দেবেন।
আপনাকে এখানে স্বাগতম জানাচ্ছি। আপনি যেহেতু নতুন তাই আপনি
@BitCoinDream এর দেওয়া নিয়মগুলো লক্ষ্য করুন। হয়তো আপনার উপকারে আসবে।