এই ফোরামে এটাই আমার প্রথম পোস্ট আমি একাউন্ট করেছি কয়েকদিন আগে। কিছু কিছু পোস্ট পড়েছি এবং কিছু শিখেছি সম্পূর্ণ শিখতে পারিনি। আমি এখানে নতুন হলেও আমি অনেক আগে থেকে বাউন্টি করতাম। বাউন্টি করার অভিজ্ঞতা আছে কিন্তু এখানে লেখালেখি করার বা পোস্ট করার তেমন কোন অভিজ্ঞতা নেই।
আমি আশা করব ভবিষ্যতে যদি আমার দ্বারা কোন ভুল হয় তাহলে সিনিয়ররা শুধরে দেবেন এবং দিকনির্দেশনা দেবেন।
আপনাকে স্বাগতম কিন্তু ভাই দারুন একটা কাজ আপনার প্রথম পোস্টেই করে ফেললেন। যদিও ফোরামে আল্ট একাউন্ট করা নিয়ে কোনো বীথি নিষেধ নেই তবে এর মাধ্যমে কোন চিটিং বা অ্যাবিউজ করলে তখন ঝামেলায় পড়তে পারেন।
যেমন আপনার প্রথম পোস্টে আপনি উল্লেখ করে দিয়েছেন অনেক আগে থেকে বাউনটি করতেন তার মানে আপনার আগে একাউন্ট ছিল এটা কনফার্ম এটা আপনার অল্ট একাউন্ট।