Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 18/10/2023, 10:51:02 UTC
ফিউচার ট্রেড কি? এটা আমি কিভাবে করতে পারি? অভিজ্ঞদের পরামর্শ কামনা করছি.
ব্যবসার প্রধান উদ্দেশ্য যেমন তুলনামূলক কম দামে জিনিসপত্র ক্রয় করে একটু বেশি দামে বিক্রয় করা বিটকয়েনে ট্রেডিং বিষয়টি ব্যবসার মতোই অর্থাৎ কম দামে বিটকয়েন ক্রয় করে বেশি দামে বিক্রয় করা।
একজন ট্রেডার্স হয়তো ট্রেডিং নিয়ে দীর্ঘমেয়াদি কোন পরিকল্পনা করে থাকে না, সে নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ দিয়ে কিছু পরিমাণ বিটকয়েন ক্রয় করবে এবং তার টার্গেট থাকবে সে কি পরিমান লাভ হলে তার কয়েন বিক্রয় করে দিবে। যখন তার টার্গেট পূরণ হবে একজন ট্রেডার্স ওই সময়ে তার কয়েন বিক্রয় করে দিবে এভাবেই সে ট্রেডিং করে লাভের চিন্তা করে থাকে। তবে আমি ট্রেডিং সম্পর্কে যত সহজ ভাবে বললাম ট্রেডিং কিন্তু এত সহজ নয়, আমি ডলার দিয়ে বিটকয়েন ক্রয় করলাম এবং সেই বিটকয়েন লাভে বিক্রয় করলাম বিষয়টা কিন্তু এত সহজ না ‌ আপনাকে মার্কেট বুঝতে হবে এবং মার্কেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। মার্কেট যখন আপনি বুঝতে পারবেন তখন কোন সময়ে আপনার ট্রেডিং গ্রহণ করা উচিত এবং কোন সময় বিক্রয় করা উচিত তা আপনি কিছুটা ধারণা করতে পারবেন যার ফলে আপনার ঝুঁকি কিছুটা কমবে। ট্রেডিং এর বিষয়ে আমি শুধুমাত্র পজেটিভ দিকগুলো তুলে ধরলাম এর নেগেটিভ দিকগুলো রয়েছে। ভুল সময়ে ট্রেডিং করলে লাভের পরিবর্তে আপনার অর্থ ক্ষতি হতে পারে তাই ট্রেডিং এ আগ্রহী হলে আগে মার্কেট সম্পর্কে আপনাকে বুঝতে হবে তারপর আপনি চাইলে ট্রেডিং করতে পারেন।