এই ফোরামে এটাই আমার প্রথম পোস্ট আমি একাউন্ট করেছি কয়েকদিন আগে। কিছু কিছু পোস্ট পড়েছি এবং কিছু শিখেছি সম্পূর্ণ শিখতে পারিনি। আমি এখানে নতুন হলেও আমি অনেক আগে থেকে বাউন্টি করতাম। বাউন্টি করার অভিজ্ঞতা আছে কিন্তু এখানে লেখালেখি করার বা পোস্ট করার তেমন কোন অভিজ্ঞতা নেই।
আমি আশা করব ভবিষ্যতে যদি আমার দ্বারা কোন ভুল হয় তাহলে সিনিয়ররা শুধরে দেবেন এবং দিকনির্দেশনা দেবেন।
অতীতে আপনি যেখানেই কাজ করুন না কেন এইটা ম্যাটার করে না বরং আপনি এই কমিউনিটিতে নতুন এসেছেন তাই আপনাকে সর্বদা একটিভ থাকার অনুরোধ করছি। এখানে যে সকল বড় ভাইরা আছে তারা সর্বদা ইনফরমেটিভ পোস্ট করে যায় যা আমরা নতুন যারা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারি । এখানে আমরা নতুন যারা কোন কিছু না বুঝি তারা এখানে জিজ্ঞাসা করা মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই এখানে কোন কিছু ইতস্ততা না করে তাদের শরণাপন্ন হলেই আমাদের ভালো কিছু হবে।