এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাইনারি অপশন ট্রেড কি? আমরা তো অনেকেই অনেক রকমের ট্রিড করে থাকি। যেমন ফিউচার ট্রেড, তাছাড়া কোন কয়েন কিনে Long term trade and short term trade. আমি আজকে আমার টিক টক অ্যাপ এ ভিডিও দেখার সময় একটি ভিডিও দেখলাম বাইনারি ট্রেড নিয়ে। সেখানে দেখতে পারলাম যে মাত্র দুই থেকে তিন মিনিট এর মধ্যে হাজার হাজার ডলার তারা ইনকাম করছে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করে।
Binary trading বিষয়টাও আমার কাছে নতুন তবে বড় ভাইয়েরা যারা আছেন তারা হয়তো কিছুটা বলতে পারবে।Spot trading, margin trading, Future trading , Copy trading এগুলো নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে আমরা সেটা জানি কিন্তু বাইনারি ট্রেডিং নিয়ে এখানে আলোচনা এ পর্যন্ত হয়নি।
@Little Mouse,@Learn Bitcoin এই অভিজ্ঞতা সম্পন্ন ভাইয়েরা হয়তো কিছুটা পরামর্শ দিতে পারে। আমরা তাদের উপযুক্ত উত্তরের জন্য অপেক্ষা করবো।