Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 18/10/2023, 16:27:41 UTC
⭐ Merited by Fuso.hp (1)
এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাইনারি অপশন ট্রেড কি? আমরা তো অনেকেই অনেক রকমের ট্রেড করে থাকি। যেমন ফিউচার ট্রেড, তাছাড়া কোন কয়েন কিনে Long term trade and short term trade. আমি আজকে আমার টিক টক অ্যাপ এ ভিডিও দেখার সময় একটি ভিডিও দেখলাম বাইনারি ট্রেড নিয়ে। সেখানে দেখতে পারলাম যে মাত্র দুই থেকে তিন মিনিট এর মধ্যে হাজার হাজার ডলার তারা ইনকাম করছে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করে।
আমি বাইনারি ট্রেড সম্পর্কে পরিপূর্ণ জানিনা তবে আমার এক বন্ধু এই ট্রেড করে যার কাছে আমি এই সম্পর্কে কিছুটা শুনেছি এমনকি তার দেওয়া লিংক থেকে আমি একাউন্টও করেছিলাম কিন্তু আমি এগুলো করিনি এখনো। হ্যাঁ আমরা Future trade, কোন কয়েন কিনে long term ট্রেড করি ঠিক কিন্তু এইসব ট্রেড এর সাথে বাইনারি ট্রেড এর কোন মিল নেই। কারণ এই ট্রেড হয় দুটি কারেন্সির মাধ্যমে মানে দুটি দেশের দুই কারেন্সি। সাধারণত টেলিগ্রাম এ গ্রুপের সিগন্যাল কপি করে এই ট্রেড করে। এডিট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশল। এমনকি এই ট্রেড হয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের দেশের মানুষ এই ট্রেড করে তবে আমাদের দেশের নিজস্ব কারেন্সিতে এ ট্রেড হয় না। Binary trade সম্ভবত ২০০৮ সাল থেকে শুরু হয়। Binary trade সম্পর্কে আমার যেটুকু জানা ছিল আমি সেটুকু তুলে ধরলাম হয়তো আরও বড় যারা আছে তারা ভালোভাবে আপনাকে বোঝাতে পারবে এই ট্রেড সম্পর্কে।