Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Technical
on 19/10/2023, 00:37:57 UTC
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।

যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।

Bounty Link :- https://bitcointalk.org/index.php?topic=5366916.0
Group Link :- https://t.me/ethernitycloud


শুভ কামনা সবার জন্য।