Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DT_MEMBER
on 19/10/2023, 04:19:25 UTC
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, Grin গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? Grinএবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো Grin। আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন Grin। আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।

সত্যিই আপনি অনেক ভাগ্যবান। কারণ এরকম বউয়ের হাতে গিফট কয়জনেই বা পায়। আপনার যে রকম এখন অনুভূতি হচ্ছে যাদের বউ নেই তাদের হয়তো এরকম অনুভূতি হচ্ছে না। Grin
আপনার স্ত্রীর কারুশিল্পের দক্ষতা অনেক ভালো তা আপনাকে দেওয়া এই রুমাল দেখে বোঝা যাচ্ছে।