আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -
- অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না