Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 19/10/2023, 07:20:01 UTC
আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই সারা বাংলাদেশসহ, পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবার আজ মনের দাবী বাংলাদেশের জয়জয়কার। সেই সাথে সাকিবুল হাসানের জন্য সুবর্ণ সুযোগ বিরাট কোহলিকে টপকাইয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করা।