Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 19/10/2023, 11:02:39 UTC
ক্রিপ্টো রিলেটেড ছাড়াও অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে কিন্তু তবুও বাংলাদেশ থ্রেড এ পোস্ট করতে পারছি না। কখন আবার আমার পোস্ট ও ডিলেট হয়ে যায়। আজকে সকালে ফিলিস্তিনের অনেক গুলো ভিডিও দেখে খুব খারাপ লাগছিলো। প্রথমেই খুজেছি বিটকয়েনের মাধ্যমে কোনোভাবে সেখানে ডোনেশন পাঠানো যায় কি না। কিন্তু তেমন কিছু খুজে পাই নি। আবার ভেবে দেখলাম এগুলো কতোটা রিলাইয়েব্ল হবে সেটাও জানি না। হতে পারে স্ক্যামার রা ফিলিস্তিনের নাম করে বিটকয়েন এড্রেস দিয়ে রাখবে। তারপর খোজ শুরু করলাম বাংলাদেশে ফিলিস্তিনের এম্বাসির এড্রেস যাদের মাধ্যমে ডোনেশন দেয়া যাবে। আর পেয়েও গেলাম তাদের ব্যাংক হিসাব। আপনারা যদি ডোনেশন পাঠাতে চান তবে এইগুলো ব্যাবহার করে ডোনেশন পাঠাতে পারেন।

Official mobile financial services:

1. Bkash account – 01937791254 (Merchant account – Make Payment Option or Donation Option)

2.  Nagad account – 01937791254 (Merchant account – Payment Option or Donation Option)

3. Upay account – 01937791254 (Merchant account – Payment Option)

4. Tap account: 01937791254 (Merchant account – Payment Option or Donation Option)

Or

Bank details:

Account Number: 1804017746

Account Name: Embassy of the State of Palestine, Dhaka

Bank Name: Commercial Bank of Ceylon PLC, Gulshan Branch, Bangladesh

Swift Code: CCEYBDDH

Routing Number: 080261722

তথ্য গুলো ফারাজ করিম চৌধুরীর ফেইসবুক পেইজ থেকে নেয়া। আমি আমার সাধ্য মতো চেস্টা করেছি। আপনার যদি ফিলিস্তিনের ভাই বোন দের জন্য একটু ও মায়া হয়, দয়া করে সাধ্যমতো ডোনেট করবেন।