যদিও এটা অনেক দিনের পুরনো পোস্ট তারপরও আজকে আমি রিপ্লাই করছি কারণ
Z_MBFM বলেছিল যে,
আপনি কি এটা ট্রাই করছেন যেটা আপনি নিজে ট্রাই করে দেখেননি সেটা কেন অন্যকে সাজেস্ট করেন? বাংলাদেশ থেকে বিনান্সের Copy Trade করা যায় না।
আমি বলতে চাই আজকে আমি আমার Binance exchange ঢোকার পর Futures অপশনে ক্লিক করার পর Copy Trading এ ক্লিক করি এবং সেখানে গিয়ে Copy লেখায় ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করে।

বাংলাদেশে এখন Copy Trading বৈধ করা হয়েছে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই ছবিটা। যদি বাংলাদেশে Copy Trading বৈধ না হতো তাহলে এই পেজে নিয়ে আসতো না। তারপরও
@Z_MBFMআপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে বাংলাদেশে আসলে এটি বৈধ হয়েছে কিনা।
আপডেট রাখার জন্য ধন্যবাদ। রিসেন্টলি বিনান্স এটা চালু করছে। আমি যেদিন পোস্ট করছিলাম সেদিন পর্যন্তও বাংলাদেশের জন্য copy Trading বন্ধ ছিল। তবে আজকে আপনার এই পোস্ট দেখার পর আমি আবারও বিনান্সে ঢুকে দেখলাম copy trading সত্যিই বাংলাদেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনেকটাই ভালো সুযোগ একজন এক্সপার্ট ট্রেডারকে ফলো করে বটের মাধ্যমে অটোমেটিক ট্রেড করার। তবে এখানেও রিস্ক থাকে লস হবার। তাই এখানে টাকা ইনভেস্ট করার আগে একাধিকবার চিন্তা করা উচিত। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে copy trading করা উচিত কিনা