Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Tiger420
on 20/10/2023, 05:28:06 UTC
~কাট~

আপনি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হ্যাকিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আপনি যে উপায়গুলি উল্লেখ করেছেন, সেগুলি অনেক ভালো। আরো কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করে আরো নিরাপদে থাকা যায়।
১. ফিশিং আক্রমণ : ফিশিং হলো আপনার ব্যক্তিগত তথ্য যেমন : আপনার ওয়ালেটের পাসওয়ার্ড, ব্যক্তিগত কী জানার জন্য হ্যাকার আপনাকে প্রতারণা করে একটি জাল ইমেল, বার্তা বা লিঙ্ক পাঠাতে পারে যা দেখে মনে হচ্ছে সেগুলি আপনার ওয়ালেটের বিশ্বস্ত উৎস থেকে এসেছে৷ তারা আপনাকে আপনার বিশদ বিবরণ লিখতে বা একটি লিঙ্কে ক্লিক করতে বলতে পারে। সেই ফাদে কখনো পা দিবেন না। অনলাইনে কারো সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। গতকালকে এই কারণেই আমি আমার ফেসবুক আইডিটা হারিয়ে ফেলেছি। আমার আইডিতে ৫ হাজার ২ শত ফলোয়ার ছিল।