আমাদের বোর্ড এর নাম বাংলাদেশ না রেখে বাংলাদেশ অনুবাদ বোর্ড অথবা বাংলাদেশ নিউজ শেয়ার বোর্ড রাখা উচিত। অনেকেই শুধু নিউজ শেয়ার করেন আবার অনেকে শুধু মেগা পোস্ট গুলো অনুবাদ করছেন। এসব করা খারাপ তা বলছি না তবে যে বিষয় টা শেয়ার করতেসেন সেগুলো আমাদের বোর্ড এর জন্য উপযোগী কিনা সেটা ভেবে দেখেন না। @Z_MBFM ভাই অনেক কষ্ট করে সুন্দর একটা অনুবাদ করেছেন কিন্তু এটা আমাদের বোর্ড এর মেম্বারদের কি কাজে লাগবে সেটা কি যাচাই করে দেখেছেন? এতো বড়ো অনুবাদ পোস্ট এর জন্য আলাদা টপিক করা দরকার হয় যাতে সহজেই এটা কেউ খুঁজে পায় কিন্তু আপনাদের এই সব অনুবাদ তো অনেক নিচে চলে যাবে। আপনাদের কষ্টই বৃথা। কথাগুলো আপনাকে মেনশন করে সবার উদ্দেশে বলা যারা এরকম করছেন। আপনার কাজ কে ছোট করা উদ্দেশ্য নয়।
আমি জানি যারা এসব করছেন মেরিট এর জন্য করছেন। আবার আপনারা অনুবাদ করতেই পারেন যদি আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকে কিন্তু এ জন্য গ্লোবাল বোর্ড এর সব টপিক অনুবাদ করার কারণ দেখিনা। যেসব বিষয়ে নতুন মেম্বার রা বার বার সমস্যায় পড়তেসেন বা অনুসন্ধান করতেছে সে সব টপিক অনুবাদ করেন আর আপনাদের নিজেদের গ্লোবাল বোর্ড এ কোনো টপিক থাকলে সেসব টপিক দরকারি হলে সেসব অনুবাদ করেন। আমাদের বাঙালিদের যোগ্যতা কি খালি অনুবাদ করা আর টুইটার নিউজ শেয়ার দেওয়া ?
এসব বন্ধ করে সবাই মিলে কন্সট্রাক্টিভ আলোচনা করি। আমার লোকাল বোর্ডে পোস্ট না করার অনেকগুলো কারণ এর মধ্যে এটা একটা। আমরা যদি নিজেদের উন্নত করার চেষ্টা না করি তাহলে আমরা কোনো দিনই আমাদের বোর্ড পাবো না। Little Mouse ভাই যদি নিজের যোগ্যতাই DT মেম্বার হতে পারে আমাদের চেষ্টা না করার কারণ দেখিনা। মেরিট এর পিছনে না দৌড়ায়ে নিজেদের নলেজ বাড়ান মেরিট আপনাদের পিছনে দৌড়াবে।