খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো।
@DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি।