প্রশ্ন : কিভাবে নিজের ওয়ালেট হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব?
আজকাল চারিদিকে শুধুমাত্র হ্যাকিং এর জয় জয় কার। সেখানেই যায় সেখানেই শুনি এর ওয়ালেট হ্যাক হয়ে গেছে ওর ওয়ালেট হ্যাক হয়ে গেছে। তাই নিজের ওয়ালেট কীভাবে হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব এ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার ছোট জ্ঞানের ভান্ডারে যা আছে, যতটুকু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে সেটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সর্বপ্রথমে আপনাকে একটা কঠিন পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনি সেই পাসওয়ার্ডটা ভুলে যেতে লাগেন তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখতে পারেন। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি কোনো কারো সাথে শেয়ার করবেন না। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি নিরাপদ এবং নিজের কাছে বেকআপ রাখার জন্য কোনো খাতায় লিখে রাখবেন। পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, কোল্ড স্টোরেজ ইত্যাদির মতো সিকিউর মেথোড ব্যবহার করবেন। আপনার ওয়ালেটের সফটওয়্যার ভারশোন আপডেট রাখতে হবে। এটা করলে আপনার সিকিউরিটি আরো উন্নত হবে। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করেন। পাবলিক ওয়াইফাই, হটস্পট ইত্যাদি নেটওয়ার্ক এড়িয়ে চলুন। আপনার ওয়ালেটের সিকিউরিটি নিয়মিত চেক করেন। আপনার ওয়ালেটটা শুধুমাত্র একটা ডিভাইসে ব্যবহার করেন। কখনো একাধিক ডিভাইসে ব্যবহার করবেন না। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য টু ফেক্টোর অথেন্টিকেশন (2FA) চালু করেন। এটা আপনার ওয়ালেটকে আনঅথোরাইজ এক্সেস থেকে রক্ষা করবে। আপনি আপনার ওয়ালেটের পাসওয়ার্ড প্রতিদিন পাল্টাতে পারেন। আপনাকে প্রতিদিন আপনাট ওয়ালেটের খবরাখবর নিতে হবে।
ইদানিং হ্যাকিং এর সম্মুখীন হচ্ছেন অনেকেই মূল কারণ হয়তো অনেকে লোভে পড়ে তারা তাদের ওয়ালেট বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন লিংকের মাধ্যমে কানেক্ট করে ফেলছে তাই এইখান থেকে বাঁচতে হলে আমাদের সকলকে আগে লোভ দূর করতে হবে